বগুড়ায় পর্ণোগ্রাফী ব্যবসার অভিযোগে আটক – ১৬
আজ রোববার বেলা ১২ টার দিকে র্যাব-১২ এর একটি টিম শহরের প্রাণকেন্দ্র সাতমাথার সপ্তপদী মার্কেটে অভিযান চালায়। সেখানে পর্ণোগ্রাফী সংরক্ষণ ও কেনাবেচার দায়ে ১৬ জন ব্যবসায়ীকে আটক করে এবং ৪৮ টি হার্ডডিস্ক, ১৬ টি মোবাইল ও ৩০ টি সিম জব্দ করে।
আটককৃতরা হলো- শাজাহানপুরের শাবরুলের আজিজুর রহমানের ছেলে আরিফুর রহমান (২০) ও জালশুকার হাফিজার রহমানের ছেলে নুর আলম (২১), গাবতলীর চকবোচাইয়ের কামাল হোসেনের ছেলে মোস্তাফিজার রহমান (২৫), কদমতলীর মামুনুর রশিদের ছেলে মেহেদী হাসান (২৮), টিউরপাড়ার ফারুক আহম্মেদের ছেলে জিহাদ হোসেন (২০) ও বুরুজ বালুয়াহাটার মামুনুর রশিদের ছেলে সাদেকুর রহমান (২০), সদরের চাঁদনহরিপুর উত্তর পাড়ার মৃত আজিজার রহমানের ছেলে রাসেল হোসেন (২২) ও রাকিব হোসেন (২০), সাবগ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল ওয়াহাব (২১), চান্দুপাড়ার আব্দুর সাত্তারের ছেলে সামিউল ইসলাম (১৯), নামুজার বগার পাড়ার আব্দুল মান্নানের ছেলে এনামুল হক (২৩), কান্দারের কাজল মিয়ার ছেলে রাশেদ হোসেন, বড় টেংড়ার আবু জাফরের ছেলে সোহাগ ইসলাম (১৯), নন্দীগ্রামের বিজরুলের মৃত মোকাব্বের আলীর ছেলে মোসাদ্দিকুর রহমান মানিক (২৬), কাহালুর মানিকগাছার শাজাহান আলীর ছেলে রিপন প্রামানিক (২০) এবং নওগাঁর পত্নীতলার বরহট্টির আব্দুস সামাদের ছেলে বাপ্পী হোসেন (২১)।
র্যাব সুত্র থেকে জানা যায়, দীর্ঘদিন যাবৎ সপ্তপদী মার্কেটের দোকানগুলোতে পর্ণোগ্রাফীর ব্যবসা চালাতো। স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে এই ব্যবসায়ীরা টাকার বিনিময়ে পর্ণো সরবরাহ করতো। আজ বেলা ১২ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং ১৬ জন ব্যবসায়ীকে আটক করা হয়।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে পর্ণোগ্রাফী আইন – ২০১২ এর মামলা করা হবে। আরও বলেন এ অভিযান অব্যাহত থাকবে।