গাবতলী লাংলুহাটে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

গাবতলি প্রতিনিধিঃ বগুড়া গাবতলী উপজেলার লাংলুহাটে মেসার্স এস এ ট্রেডিং কে সেলিম এন্ড ব্রাদার্স সুপার মার্কেটে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়।
আজ (২৪শে ডিসেম্বর) সকাল ১০:০০ টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফার্স্ট এ্যাসিসন্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মহাস্থানগড় শাখার জনাব মো. আব্দুল মাজেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনপ্রধান, জনাব মো. আব্দুস সোবহান।
এজেন্ট হিসেবে বক্তব্য রাখেন গাবতলীর লাংলুহাটে মেসার্স এস এ ট্রেডিং এর স্বত্বাধিকারী মো. আহসান হাবিব সেলিম।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবক আলহাজ্ব মোঃ মন্টু মিয়া, লাংলু দক্ষিণ পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনোরন্জন চৌধুরী, ও ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।
অনুষ্ঠান সমাপ্তি কালে সভাপতি, প্রধান অতিথি, এজেন্ট ও অন্যান্য অতিথি বৃন্দ ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।