খেলাধুলা

ফক্স স্পোর্টস এর দশক সেরা টেস্ট একাদশে বগুড়ার গর্ব মুশফিক

ফক্স স্পোর্টস টেস্টের জন্য এই দশকের সেরা একাদশ ঘোষনা করেছেন, যেখানে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন বগুড়ার গর্ব ও এশিয়ার রান মেশিন খ্যাত মুশফিকুর রহিম ৷

মুশফিক ছাড়াও এ তালিকায় আছেন দক্ষিন আফ্রিকার ৩ জন ৷ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের ২ জন এবং শ্রীলঙ্কার ১ জন করে ক্রিকেটার ৷

চলুন দেখে নিই একাদশটিঃ
১৷ অ্যালেস্টার কুক (ইংল্যান্ড) ৷
২৷ ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
৩৷ কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ৷
৪৷ স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) ৷
৫৷ ভিরাট কোহলি (ভারত) ৷
৬৷ এ বি ডি ভিলিয়ার্স (দক্ষিন আফ্রিকা) ৷
৭৷ মুশফিকুর রহিম (বাংলাদেশ) ৷
৮৷ রবিচন্দ্রন আশ্বিন (ভারত) ৷
৯৷ ডেল স্টেইন (দক্ষিন আফ্রিকা) ৷
১০৷ জেমস এন্ডারসন (ইংল্যান্ড) ৷
১১৷ কাগিসো রাবাদা (দক্ষিন আফ্রিকা) ৷

একাদশে ৫ জন ব্যাটসম্যান, ২ জন উইকেট রক্ষক ব্যাটসম্যান, ১ জন স্পিনার ও ৩ জন পেসার জায়গা পেয়েছেন ৷

মশিউর রহমান। (বগুড়া লাইভ)

এই বিভাগের অন্য খবর

Back to top button