বগুড়া সদর উপজেলা

বগুড়া অনলাইন সেচ্ছাসেবী সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত

বগুড়া অনলাইল সেচ্ছাসেবী সংগঠন ( BOSS ) এর ২০১৯ সালের শেষ মাসিক মিটিং ২৩.১২.২০১৯ সোমবার সফল ভাবে সম্পূর্ন হয়েছে।

মিটিং এর সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের পরিচালক জনাব মো : রাসেল মন্ডল, এসময় ২০১৯ সালের পূর্বের কিছু সফল কার্যক্রম নিয়ে আলোচনা ও ২০২০ সালের কিছু সামাজিক কাজের দিক নির্দশনা দেয়া হয়। পরিচালক মহোদয় আরো বলেন
আমরা বিভিন্ন ধরনের রোগিকে রক্ত দানে সহায়তা করছি এবং আগামিতে আরো বেশী বেশী রক্ত দাতা সংগ্রহ করতে হবে।

রক্ত দানের পাশাপাশি বিভিন্ন গরিব অসহায় রোগিকে সাহায্য করার বিষয়েও সবাইকে সচেতন থাকতে বলা হয়

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি আরিফ শেখ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, সেক্রেটারি আদনান,সাংগঠনিক সম্পাদক জাহিদ,এসময় আরো উপস্থিত ছিলেন সাজু,ফেরদৌস,মিজানু রহমান মিজান,জিসান মন্ডল,মো:জিসান হোসেন ,সাইদুল,লিমন,রাজিব হাসান রব্বানি,রোমান,রোকেয়া খাতুন,লুবনা, জান্নাতুন নাঈম,মিতা খন্দকার

এই বিভাগের অন্য খবর

Back to top button