বগুড়ায় স্বাচিপ এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বগুড়ায় নানা আয়োজনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) বগুড়া জেলা শাখার আয়োজনে স্বাচিপ এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বি এম এ বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃমোস্তফা আলম নান্নু।
এছাড়াও স্বাচিপ এর সাধারণ সম্পাদক ডাঃ রেজাউল আলম জুয়েল, বিভিন্ন বিভাগের প্রধান, বিশেষজ্ঞ ডাক্তার, ইন্টার্ন ডাক্তার সহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন আন্দোলনে শহিদ হওয়া ডাক্তারদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক প্রদান করা হয়। এবং প্রতিষ্ঠাবার্ষিকির কেক কাটা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোস্তফা আলম নান্নু চিকিৎসক দের দল মত বিভেদ না রেখে সবাইকে একে অপরের পাশে থাকার আহবান জানান।
অনুষ্ঠানে ইন্টার্ন ডাক্তারদের পক্ষথেকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি স্থাপনের দাবি জানানো হয়।