উপজেলাসারিয়াকান্দি উপজেলা

সারিয়াকান্দির যমুনা নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ

নদী পারের মানুষের যোগাযোগব্যবস্থার প্রধান উপকরণ হল নৌকা। নদীমাতৃক বাংলাদেশে ইহা যাতায়াতের অন্যতম মাধ্যম।

এছাড়া পণ্য পরিবহণ ও জেলেদের মাছ ধরার কাজেও নৌকার ব্যবহার হয়ে থাকে। বিশ শতকের নববইয়ের দশক থেকে বাংলাদেশে নৌকায় মোটর লাগানো শুরু হয়। এর ফলে নৌকা একটি যান্ত্রিক নৌযানে পরিণত হয়।
এই যান্ত্রিক নৌকাগুলি শ্যালো নৌকা নামেও পরিচিতি লাভ করে। নৌকা বাংলার মানুষের আবহমান জীবন যাত্রার সাথে মিশে আছে। তার সাথে গ্রামীণ ঐতিহ্য ও বহন করে।নৌকার ব্যবহার টা বর্তমানে নদী অঞ্চলে বেশী চোখে পড়ে।
ছবিটা বগুড়া জেলার সারিয়াকান্দির যমুনা নদী থেকে তোলা।

এই বিভাগের অন্য খবর

Back to top button