বগুড়ায় মাসব্যাপী শুরু হলো তাঁত বস্ত্র ও হস্ত কুঠির শিল্প মেলা

হারুন-উর-রশিদঃ (বগুড়া সদর প্রতিনিধি) বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে এবং মনিপুরি তাতীঁ শিল্প ও জামদানি বেনারসী কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় একমাস ব্যাপী তাঁত বস্ত্র ও হস্ত কুঠির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ শে ডিসেম্বর) বৈকাল ৪ ঘটিকায় বগুড়া শহরের মোহাম্মাদ আলী হাসপাতাল মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন বগুড়া পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভুঞা বিপিএম।
উদ্বোধন শেষে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মমিনুর রশিদ শাহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ন সাধারন সম্পাদক আসাদুর রহমান দুলু, মোহাম্মাদ আলী হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ এটিএম নুরুজ্জামান, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, মনিপুরি তাতীঁ শিল্প ও জামদানি বেনারসী কল্যাণ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আমির উদ্দিন আমির, জেলা আ’লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস প্রমুখ।