খেলাধুলা
আজ দেশে আসবেন শেন ওয়াটসন,কাল খেলবেন বিপিএলে
বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে মাঠ মাতাতে বাংলাদেশে আসছেন অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার ক্রিকেটার শেন ওয়াটসন।
আগে থেকে চুক্তি হওয়ার বিপিএলের মাঝ পথে এসেও দলে যোগ দিচ্ছেন নামি-দামি তারকা ক্রিকেটাররা।
তারই ধারাবাহিকতায় রংপুরের সাথে আগে থেকে চুক্তি হয়েছিলো ওয়াটসনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকে গুঞ্জন শোনা যাচ্ছিলো ওয়াটসনের বিপিএলে যোগ দেয়ার।
টানা হারে থাকার কারণে অনেকটা চাপের মুখে থাকা রংপুর রেঞ্জার্স অনেকটা মুখিয়ে ছিলো ওয়াটসনের আসার জন্য। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭/১২/১৯ ইং এর ম্যাচে ওয়াটসনকে দেখা যাবে মাঠে, খেলবেন খুলনা টাইগার্স এর বিপরীতে।
উল্লেখ্য যে, এর আগে বিপিএলের নিয়মিত আসরের দল ঢাকা ডিনামাইটসের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন ওয়াটসন।