বগুড়া সদর উপজেলা

বগুড়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শীতবস্ত্র বিতরণ

হারুন-উর-রশিদঃ বগুড়ায় দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।
বৃহস্পতিবার জেলা কমান্ড্যান্টের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে কম্বল বিতরণ করেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মেহেদী হাসান পিএএম।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে। দেশের যে কোনো ক্রান্তিকালে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসে।

বেশ কিছুদিন ধরে শীতের তীব্রতা বেড়ে চলছে। এতে অসহায় মানুষের দুর্ভোগ হচ্ছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

তীব্র এই শীতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেশের সকল বিত্তশালী মানুষদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ নাসিমুল ফেরদৌস সহ বগুড়া জেলার সকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ।

এই বিভাগের অন্য খবর

Back to top button