খেলাধুলা
বিপিএলে যোগ দিতে নতুন বছরে বাংলাদেশে আসবেন ক্রিস গেইল
ক্যারিবিয়ান তারকা “ইউনিভার্স বস” খ্যাত ক্রিস গেইলকে নিয়ে কম জলঘোলা হয় নি বিপিএলে আসা না আসা নিয়ে।
অবশেষে সে ঝামেলা ম্যানেজমেন্ট ও ক্রিসের মধ্যে চুকে গেছে, নতুন বছরে (৫ই জানুয়ারি, ২০২০) এ ঢাকায় পা রাখবেন এই তারকা খেলোয়াড়।
বিপিএলের সিলেট পর্ব শেষ হবে ৪ তারিখ। সিলেট পর্ব শেষে ঢাকা পর্বেই তাকে পাবে তার দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আগামী ৭ই জানুয়ারি ২০২০ এর বিপিএলের ম্যাচে তার দল খেলবে রাজশাহী রয়্যালসের বিরুদ্ধে, সব কিছু ঠিক থাকলে সে ম্যাচেই মাঠ মাতাবেন ক্রিস গেইল, দেখা যাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর জার্সিতে।
এর আগে ঢাকা গ্লাডিয়েটর্স,বরিশাল বুলস, চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে খেলেছেন এই ব্যাটিং দানব।
উল্লেখ্য, টানা জয়ে থাকা তার দল বিপিএলের চার্টে টপ দলগুলোর মধ্যেই আছে এখনো পর্যন্ত।