বগুড়া সদর উপজেলা

বগুড়ায় চিত্র প্রদর্শনী-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠিত ৷

বগুড়া লাইভ ডেস্কঃ রঙ্ রেখায় জীবনের জয়গান এ স্লোগানকে সামনে রেখে চারুবন্ধন বগুড়া কর্তৃক আয়োজিত, বগুড়া শহীদ খোকন পার্কে ৩ দিন ব্যাপি “চিত্র প্রদর্শনী ও আর্ট ক্যাম্প” এর উদ্বোধন হয়েছে ৷

এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেন্য চিত্র শিল্পি রনজিৎ দাশ ৷

এছাড়াও উপস্থিত ছিলো চিত্র শিল্পি রেজানুর নবী, কথা সাহিত্যিক শাজাহান চাকীদারসহ চারুবন্ধন বগুড়া’র সদস্যবৃন্দ ৷

প্রদর্শনীটি আজ ২৬ ডিসেম্বর শুরু হয়ে ২৭ ও ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে ৷

এই বিভাগের অন্য খবর

Back to top button