শিক্ষা

প্রাথমিক সমাপনীতে বহিষ্কারের নিয়ম তুলে দিলো সরকার

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারের নিয়ম তুলে দিলো সরকার

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারের নিয়ম তুলে দিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দেয়া প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এবারের পরীক্ষা চলাকালে প্রায় দুশো শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ নিয়ে ১৯ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন আদালতের নজরে এনে, নির্দেশনা চান সুপ্রিম কোর্টের আইনজীবী জামিউল হক।

এতে ২১ নভেম্বর স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেয় আদালত। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়া শিশুদের বহিষ্কার কেন অবৈধ হবে না, সেই সঙ্গে এবারের বহিষ্কার হওয়া শিশুদের আবারও পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button