বগুড়ার শাখারিয়ায় ৬০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

হারুন-উর-রশিদঃ বগুড়া সদর উপজেলাধীন ৬নং শাখারিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৬০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন।
শৈত্যপ্রবাহের কনকনে শীতে কাঁপছে সমগ্র উত্তরাঞ্চল। তারই ধারাবাহিকতায় বগুড়াও কাঁপছে তীব্র শীতে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতের তীব্রতায় একেবারেই নাজেহাল অবস্থায় খেটে খাওয়া ও দিনমজুর লোকজন।
এমন অবস্থায় বাংলাদেশ সরকারের তহবিল হতে গরীব-দুঃস্থ শীতার্ত পরিবারের মাঝে শাখারিয়া ইউনিয়নে ৬০০ পিস কম্বল বিতরণ করা হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টায় শাখারিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে (পল্লীমঙ্গল হাট) কম্বল বিতরণ কার্যক্রম সূচনা করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ৬ং শাখারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক কামরুল হুদা উজ্জ্বলসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হুদা উজ্জ্বল বলেন,শাখারিয়া বাসীর ক্রান্তিকালীন সবসময়ে ভবিষ্যতেও কাজ করে যাবেন তিনি