বগুড়া সদর উপজেলা
বগুড়ায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত
সারাদেশের ন্যায় কনকনে শীতে বগুড়ার দুস্থ এলাকার গরিব অসহায় বয়োবৃদ্ধ মানুষ গুলোর কষ্ট কিছুটা দুর
করার চিন্তা করে দুস্থ শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ালেন পুজা উদযাপন কমিটি বগুড়া পৌর শাখা ৷
রবিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সদরের চেলোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পুজা উদযাপন কমিটির বগুড়া পৌর শাখার উদ্যােগে শীত বস্ত্র বিতরন করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার, আলী আশরীফ ভুইঞা, বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার নব-নির্বাচিত যুগ্ম সাধারন সম্পাদক সাগর কুমার, বাংলাদেশ পুজা উদযাপন কমিটি বগুড়া জেলা শাখার সভাপতি দিলিপ কুমার, পৌর শাখার সভাপতি পরিমল প্রসাদ রাজসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ৷
শীত বস্ত্র বিতরণ কালে আলী আশরাফ ভুইঞা বিপিএম দেশের বৃত্তবানদের শীতার্তদের দিকে এগিয়ে আসার আহবান জানান ৷