বিপদের সময় বাংলাদেশকে আমাদের দরকার বললেন শোয়েব
বাংলাদেশের পাকিস্তানে খেলতে যাওয়া না যাওয়া নিয়ে অনেক গুঞ্জন রটেছে ক্রিকেটমহলে।
নিরাপত্তার জন্য বাংলাদেশের অনেক বিশেষজ্ঞরাই মনে করছেন বাংলাদেশের উচিৎ হবে না পাকিস্তানে খেলতে যাওয়াটা।
আগামী মাসে পাকিস্তানের মাটিতে ৩টি টি-২০ ও ২টি টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
ইতোমধ্যে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানের মাটিতে টি-২০ সিরিজ খেললেও টেস্ট খেলবে না।
বিসিবির এরকম অনিহার কারণে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তানি ক্রিকেটাররা ও বোর্ডের সদস্যরা৷
অন্যদিকে এমন সময়েই সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার বলেছেন, “বাংলাদেশ মনে আছে? আপনাদের টেস্ট মর্যাদা দেয়ার জন্য আমরা আপনাদের কত সহায়তা করেছিলাম? আপনাদেরকে নিজ হাতে টেস্ট ক্রিকেটে এনেছি। প্লিজ আপনারা পাকিস্তানে আসুন,টেস্ট খেলুন। অনেক সম্মান পাবেন, কারো প্ররোচনায় পরবেন না। আপনাদের অনেক ভালোবাসা হবে। আপনাদেরকে আমাদের দরকার” শোয়েবের এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বিসিবি থেকে কি সিদ্ধান্ত নেয়া হয়।