বগুড়া সদর উপজেলা
বগুড়ায় বছরের শেষ দিনে সুবিধাবঞ্চিত মানুষদের খাবার বিতরণ
প্রভাতফেরী সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
গত ৩১ ডিসেম্বর ২০১৯ এ বগুড়ায় প্রভাতফেরী সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। বগুড়া শহরের স্টেশন রোডে প্রায় শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করে তারা।
বছরের শেষ দিনে এমন একটি আয়োজন করা হয়।সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁডানোর একটি ক্ষুদ্র প্রয়াস। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রেজাউল করিম রেজা ।
বগুড়া ফল ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী সদস্য জনাব নাহিদুল ইসলাম নাহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রভাতফেরী সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি আবদুল্লাহ বিন সালেক, মহান রহমান সাধারণ সম্পাদক আলিফ আহমেদ, সহ শাফি, সাজেদ, শান্ত, অভি, শাহানুর, সোহেল, প্রমুখ।