ছবিঘর

সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় নতুন সূর্যকে অভিবাদন

বুধবার (০১ জানুয়ারি) সকালে অতীতের সব অকল্যাণকে পেছনে ফেলে সুন্দর আগামীর প্রত্যাশা নিয়ে হাজির হলো নতুন বছরের সূর্য। এই নতুন সূর্যের আলোয় নতুন করে ভাবার, নতুন কিছু করার অনুপ্রেরণায় এগিয়ে যাবে মানুষ। অন্য সব বছরের মতো ২০২০ সালেও দিন আসবে, দিন যাবে। তবে এর মধ্য দিয়েই আসবে সফলতা। নতুন সূর্যকে অভিবাদন জানিয়েই শুরু হবে নতুনভাবে পথচলার।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বছরের প্রথম দিন সূর্যদয় হয় সকাল ৬টা ৫১ মিনিটে। উদয়ের পর থেকেই লাল টকটকে সে সূর্য ফুরফুরে বাতাস আর পাখির কলতানে মিশিয়ে দিলো নতুন বছরের ঘ্রাণ। রোদেলা সে সকাল, নীল আকাশ, সবুজ বন, সোনালি ধানখেত আর মাছ ধরা নৌকার রঙিন ছবি সামনে রেখে সূর্যদেবের তখন কিছু সুখস্মৃতি নিয়ে ফিরে আসা। এদিকে শেষ সূর্যাস্তেই পেরিয়ে গেছে মহাকালের আরও একটি বছর ২০১৯।

নতুন বছরে বগুড়া লাইভ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।

এই বিভাগের অন্য খবর

Back to top button