খেলাধুলা

যুব বিশ্বকাপে অংশ নিতে কাল দক্ষিণ আফ্রিকা যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল

বিশ্বকাপে যুবাদের সাফল্য বলতে মিরাজদের তৃতীয় স্থান অর্জনই। তখনকার দলে ছিল মিরাজ, সাইফুদ্দিন, শান্ত, সাইফ হাসান ও পিনাক ঘোষরা।

কিন্তু এবারের দল টা ওদের চেয়ে ভাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা এবং আশা করা যায় আকবর, তামিম, সাকিবরা এবার ভাল কিছু করবে।

অনেকদিন যাবতই একসাথে খেলছে তারা এবং তাদের বোঝাপড়া টা খুব ভাল তার প্রমান গত ২২ ম্যাচের ১৬টি ম্যাচই জয়।

আজ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন এর সাথে সাক্ষাৎ কালে বিসিবি প্রধান বলেন, “আমি কখনো দক্ষিণ আফ্রিকা খেলা দেখতে যাইনি এমন কি জাতীয় দলেরও না। কিন্তু যুবারা যদি সেমিফাইনালে উঠে তবে আমি দক্ষিণ আফ্রিকা যাবো ওদের খেলা দেখতে।”

যুবাদের অধিনায়ক আকবর আলী বলেন, আশা করি আমরা তাকে ওখানে নিতে পারবো এবং শুধু সেমিফাইনাল না আমরা ফাইনালেও খেলতে পারি, সে যোগ্যতা আমাদের আছে।

যদিও যাবার আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেছেন, আপাতত আমাদের চোখ অতদূর নয়। আমরা প্রথমে ম্যাচ বাই ম্যাচ ভাল খেলতে চাই। গ্রুপ পর্বের বাধা পেরুতে চাই আগে। 

গ্রুপ পর্বে যুবাদের প্রতিপক্ষ পাকিস্তান, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড।

মিরাজ-সাইফুদ্দিন বা তার আগে বিজয়-লিটনরা ও যুবদলের হয়ে ভাল করছেন। তারাও প্রতিভাবান এবং সম্ভবনাময় খেলোয়ার ছিলেন কিন্তু জাতীয় দলে এলেই তালগোল গুলিয়ে ফেলেন। তবে এবার আশা করা যায় আকবররা যুব বিশ্বকাপে ভাল করবে এবং ভবিষ্যতে আমাদের জাতীয় দল টা আরও মজবুত করবে। শুভ কামনা যুবাদের।

এই বিভাগের অন্য খবর

Back to top button