বগুড়ার কাহালুতে আলু ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

শুক্রবার সকালে কাহালু থানা পুলিশ বীরকেদার ইউনিয়নের জাঙ্গালপাড়া মাঠের আলু ক্ষেত হতে আলম মন্ডল (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বগুড়ার সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহম্মেদ রাজিউর রহমান, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। আলম মন্ডল শিবগঞ্জ উপজেলার নলডুবি মধ্যপাড়া গ্রামের লাল চাঁন মন্ডলের পুত্র।
কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা জানান, কাঠমিস্ত্রী আলম মন্ডল কাজ সেরে দুপচাঁচিয়া হতে রাত ৯ দিকে বাড়ী ফেরার পথে কে বা কাহারা কাহালুর বীরকেদার ইউনিয়নের জাঙ্গালপাড়া মাঠের আলু ক্ষেতে তাকে হত্যা করে পালিয়ে যায়। তিনি আরও জানান, আলম মন্ডলের বুকের ডান দিকে ও পিঠের বাম দিকে ধাঁরালো অস্ত্র দিয়ে আঘাতের দাগ রয়েছে এবং গলায় লুঙ্গি দিয়ে ফাঁস দেওয়ার দাগও রয়েছে।
এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম এর সাথে কথা বলা হলে তিনি বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
তবে কে বা কাহারা কী কারণে এই হত্যাকান্ডটি ঘটিয়েছে তা এখনো উন্মোচিত হয়নি।