আন্তর্জাতিক খবর

দীর্ঘায়িত হতে পারে দাবানল: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন

গত বছরের সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বনভূমিতে শুরু হওয়া দাবানল মাসের পর মাস চলতে পারে এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এই আপদকালীন অবস্থা মোকাবেলার জন্য তিনি একটু সংস্থা তৈরি করেছেন বলে জানান। পাশাপাশি তিনি সংরক্ষিত সেনাবাহিনীর শরণাপন্ন হয়েছেন।

চলতি সপ্তাহ পর্যন্ত এই দাবানলে প্রায় ২৪ জন মানুষ মারা গিয়েছে। পাশাপাশি বনভূমির প্রায় ৫০০ মিলিয়ন প্রানি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এর মধ্যে বিলুপ্ত প্রায় প্রানীও অন্তর্ভুক্ত। এছাড়াও স্থানীয় ঘরবাড়ি, যা সংখ্যায় প্রায় ৫ হাজার এবং আদিবাসীদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে। প্রায় ১ লক্ষ লোক আক্রান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অনেকেই আশ্রয় নিয়েছেন সমুদ্র উপকূলে।

অস্ট্রেলিয়ার ইতিহাসে এই প্রথম কোনো প্রাকৃতিক দুর্যোগে রিভার্জ সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার দক্ষিণপশ্চিম অস্ট্রেলিয়ার বহু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এবং আকাশ বিষাক্ত লালচে ধোঁয়ায় ঢেকে যায়। ফলে সেখানকার মানুষ দূষিত বায়ু গ্রহণ করছে।

বগুড়া লাইভ/এসবি

এই বিভাগের অন্য খবর

Back to top button