বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া সদর প্রতিনিধিঃ বগুড়ায় ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযানে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট সহ রানা আহমেদ (২৬)ও ছাব্বির হোসেন (২০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (৭ জানুয়ারি) সকাল ১০ টায় বগুড়া সদর থানাধীন জহুরুল নগর লাইট হাউজের পেছনে হিরক মহল ছাত্রাবাসের উত্তর পূর্ব কর্ণারের রুম থেকে তাদের আটক করা হয়।

মাদক ব্যবসায়ী রানা আহম্মেদ (২৬)বগুড়া শিবগঞ্জ উপজেলার কুড়িপাড়া গ্রামের মোঃ শফিক আহম্মেদের ছেলে এবং অপর মাদক ব্যবসায়ী সাব্বির হোসেন (২০) বগুড়া জেলার আদমদিঘি উপজেলার পালনকুড়ি গ্রামের এনামুল হকের ছেলে।

বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এস.আই নূরে আলম, এ.এস.আই আহসান, এটি.এস.আই নাসিম ও এটি.এস.আই সাজ্জাদের সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামীদের গ্রেফতার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়

এই বিভাগের অন্য খবর

Back to top button