বগুড়ার ধুনটে মুজিব বর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্ভোধন
ধুনটে মুজিব বর্ষ উপলক্ষে প্রদ্যুৎ স্মৃতি সংঘ ও অভিজিৎ স্মৃতি স্পোটিং ক্লাবের আয়োজনে ব্যাটমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার রাত ৮টায় ধুনট সদরের মন্দির এলাকায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ হাবিবর রহমানের পুত্র ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি।
ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাইদুল ইসলাম রনির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম, রবিউল আওয়াল, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন খান, পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আল-আমিন তরফদার, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, ক্লাবের সভাপতি রনি সাহা, সাধারন সম্পাদক সুজন সাহা, ছাত্রলীগ নেতা বিপুল আহমেদ প্রমূখ।