উপজেলাধুনট উপজেলা

বগুড়ার ধুনটে মুজিব বর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্ভোধন

ধুনটে মুজিব বর্ষ উপলক্ষে প্রদ্যুৎ স্মৃতি সংঘ ও অভিজিৎ স্মৃতি স্পোটিং ক্লাবের আয়োজনে ব্যাটমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার রাত ৮টায় ধুনট সদরের মন্দির এলাকায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ হাবিবর রহমানের পুত্র ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি।

ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাইদুল ইসলাম রনির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম, রবিউল আওয়াল, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন খান, পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আল-আমিন তরফদার, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, ক্লাবের সভাপতি রনি সাহা, সাধারন সম্পাদক সুজন সাহা, ছাত্রলীগ নেতা বিপুল আহমেদ প্রমূখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button