বগুড়া সদর উপজেলা
দেড় শতাধিক শীতার্ত শিশুর পার্শ্বে বগুড়ার বন্ধুসভা

শিক্ষার্থী বন্ধুরা নিজেদের অতিরিক্ত শীতের জামা ও জমানো টাকায় “একটি শীতবস্ত্র, একটু উষ্ণতা” স্লোগান নিয়ে দেড়শোরও বেশী শিশুর পাশে দাড়ায় শীতবস্ত্র নিয়ে।
গতকাল শুক্রবার প্রথম আলো বগুড়া বন্ধুসভার উদ্যোগে বগুড়ার রেলওয়ে স্টেশন ও সাতমাথা এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক এস কে কাব্য জানান, কিছু জামা পায়ে চালানো রিক্সাচালকদেরও দেওয়া হয় তাদের সন্তানের জন্য। তিনি আগামী বছর আরো বড় পরিসরে এভাবেই শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি জিয়াউল ইসলাম প্লাবন সহ সদস্য শিক্ষার্থী বন্ধুরা।