উপজেলাবগুড়া সদর উপজেলা

তাঁতবস্ত্র ও হস্ত কুটির শিল্প মেলায় বঙ্গবন্ধু কর্ণারের আনুষ্ঠানিক উদ্ধোধন

বগুড়ায় শুরু হওয়া মাসব্যাপী তাঁতবস্ত্র ও হস্ত কুটির শিল্প মেলা ২০২০-এ আজ বিকেলে বঙ্গবন্ধু কর্ণারের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ফয়েজ আহাম্মদ।

এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মমিনুর রশিদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ আরো অনেকে।

মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতার স্মরণেই বঙ্গবন্ধু কর্ণার নির্মাণ করা হয়েছে।

বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বেশ কিছু বই স্থান পেয়েছে এই কর্নারে, যেগুলো পড়ে ও চিত্রকর্মগুলো দেখার মাধ্যমে সকলে জাতির পিতা সম্পর্কে আরো বেশী জানতে পারবে।


শেখ শানিম হাসান রুদ্র (বগুড়া লাইভ)

এই বিভাগের অন্য খবর

Back to top button