বগুড়া সদর উপজেলা

বঙ্গবন্ধু দেশে ফেরার মধ্য দিয়ে স্বাধীনতার পূর্নতা পেয়েছে বাঙ্গালি জাতি।ফয়েজ আহম্মাদ

বগুড়ায় বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

হারুন অর রশিদঃ বগুড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১.৩০ মিনিটে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনী,জাতির জন্য অবদান, জাতির উদ্দেশ্য অনুপ্রেরণা যোগাতে মুক্তিযুদ্ধের ভাষণ, দেশের মানুষের উন্নয়ন সম্পর্কে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক জনাব ফয়েজ আহম্মাদ।
তিনি বলেন বঙ্গবন্ধু দেশে প্রত্যাবর্তন করেন ১০ শে জানুয়ারি, তার পূর্বে ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয় হলেও তিনি না আসা পর্যন্ত দেশ স্বাধীন হিসেবে পূর্নতা পায়নি তিনি দেশে ফিরেই স্বাধীনতার পূর্নতা পেয়েছে বাঙ্গালি জনগণ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা (বিপিএম বার),বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাফুজুল ইসলাম রাজ।

এসম আরো উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)সনাতন চক্রবর্তী, সদর থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা, জেলা আওয়ামীলীগ নেতা আল রাজী জুয়েল, সদর উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য/সদস্যা বৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক /শিক্ষিকা মন্ডলী।

দিন শেষে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয় এবং রাত্রি ৯ ঘটিকায় বর্ণিল আতশবাজি ফোটানো মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button