খেলাধুলা
অবসর ভেঙে মাঠে নামছেন রিকি পন্টিং-শেন ওয়ার্নরা

বুশফায়ারে পুড়ছে অস্ট্রেলিয়া, বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে সেখানে। জনজীবন হয়েছে বিপর্যস্ত।
অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার রিকি পন্টিং, শেন ওয়ার্ন ও এডাম গিলক্রিস্টরাও বসে নেই।
তাদের দেশের ক্ষয়ক্ষতি সামাল দিতে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন সে অর্থের জোগান দিতেই মূলত আগামী মাসের ৮ তারিখে মাঠে নামবেন তারা।
জানা গেছে তারা ছাড়াও শেন ওয়াটসন, ব্রেট লিসহ তারকাবহুল দুই দলের মধ্যে “বুশফায়ার ক্রিকেট ব্যাশ” নামক ক্রিকেট ম্যাচ আয়োজনের মাধ্যমে তা থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই ব্যায় করবেন দাবানলের ক্ষয়ক্ষতি সামাল দিতে।
ক্রিকেটার হিসেবে তাদের এমন উদ্যোগ নিশ্চই প্রশংসনীয় ও অন্যান্য দেশের ক্রিকেটারদের দেশের প্রতি কর্তব্য ও সহযোগীতা করতে শেখাবে।