নাজমুল হোসেন শান্তর অসাধারণ শতকের চমক

শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার শান্ত খেলেছেন ৫৭ বলে ১১৫ রানের বিধ্বংসী এক ইনিংস। বঙ্গবন্ধু বিপিএল এর এই আসরের বাংলাদেশী ব্যাটসম্যানের প্রথম শতক এটাই। এর আগে এই আসরে সেঞ্চুরি করেছিলেন দাভিদ মালান ও আন্দ্রে ফ্লেচার।
বাংলাদেশের ব্যাটসম্যানের এটি পঞ্চম সেঞ্চুরি বিপিএলের সব আসর মিলিয়ে। ২০১৩ আসরে সেঞ্চুরি করেছিলেন শাহরিয়ার নাফিস ও মোহাম্মদ আশরাফুল, ২০১৬ আসরে সাব্বির রহমান ও গত বিপিএলের ফাইনালে তামিম ইকবাল।
শান্তর ১১৫ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ ছক্কা ও ৮ চারের। অথচ এর আগের ৮ ইনিংস মিলে শান্তর মোট ১১৫ রান ছিল।
শনিবারের সেঞ্চুরির আগে ৫০ টি-টোয়েন্টি খেলে শান্তর একমাত্র ফিফটি ছিল ২০১৬ সালের বিপিএলে টি টোয়েন্টি অভিষেকে ৫৪ রানের ইনিংস। ক্যারিয়ার রান ছিল মাত্র ৭১৪, গড় ছিল ১৬.৬০। সেই শান্তই এবার নিজেকে চেনালেন নতুন ভাবে।
বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করতে পারেন নি শান্ত। ফারাকটা ছিল খুব অল্পের। শান্ত সেঞ্চুরি করেন ৫১ বল খেলে। গতবার বিপিএলের ফাইনাল ম্যাচে ৫০ বল খেলে সেঞ্চুরি করার রেকর্ডটি তামিম ইকবালের।
চমক জাগানো ইনিংসটি শান্তর ক্যারিয়ার ঘুরিয়ে দেবে কি দেবে না, সেটা সময়ই বলবে। তবে এই ইনিংসের পর শান্তর প্রবল আত্মবিশ্বাস বাড়বে এটা নিশ্চিত।