পাকিস্তান সফরের ইস্যুতে মিটিংয়ে বিসিবির সিদ্ধান্ত
আজ ১২ই জানুয়ারি,রবিবার রাত ৮ টায় শেষ হয়েছে বিসিবির পাকিস্তান ইস্যু নিয়ে মিটিং।
আজ মিটিং শেষে সাংবাদিকদের ছুড়ে দেয়া প্রশ্নে পাকিস্তান সফরের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হলে বোর্ড সভাপতি জানিয়েছেন আগের কথাই।
পাকিস্তান সফর নিয়ে বিসিবির সিদ্ধান্ত আগের মতোই থাকছে। এমন সিদ্ধান্তের কারণটাও জানিয়েছেন বোর্ড সভাপতি।
পিসিবি টেস্ট খেলার অনুরোধ জানালে সে কথা ভেবেছিলোও বিসিবি কিন্তু গেলো শুক্রবার পাকিস্তানের কোয়েটায় মসজিদে বোমা হামলার ঘটনায় ফের মাথাচাড়া দিয়ে উঠেছে নিরাপত্তার বিষয়টি।
এছাড়াও ইরান পাকিস্তানের পার্শ্ববর্তী দেশ হওয়ায়, আমেরিকা ও ইরানের মধ্যকার সম্পর্ক ও চলমান সংকটের প্রভাব আসতে পারে এই ভেবে বাংলাদেশের সরকারও বিসিবিকে বলেছে সফর সংক্ষিপ্ত করার জন্য।
তাই পাকিস্তান সফরে যাওয়া হলেও বাংলাদেশ টি-টুয়েন্টি বা ওয়ানডে সিরিজের বেশী সময় সেখানে অবস্থান করবে না এ কথা পরিস্কারভাবেই বোঝা যাচ্ছে।