খেলাধুলা

ম্যাচ হারের সঙ্গে ঢাকা পেল অধিনায়ককে হারানোর দুঃসংবাদ

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ঢাকা প্লাটুন করেছিলেন ২০৫ রান। শিশিরসিক্ত মাঠে নাজমুল হোসেন শান্তর বিস্ফোরক সেঞ্চুরিতে ওই রান ১১ বল হাতে রেখেই পেরিয়ে জিতে যায় খুলনা।

একাদশ ওভার চলাকালীন সময়ে মেহেদী হাসানের বলে লফটেড ড্রাইভ করেছিলেন রাইলি রুশো। কাভারে ক্যাচ নিতে ঝাঁপিয়ে পড়েন ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ক্যাচ না ধরতে পারলেও বলের আঘাতে ব্যথায় মাঠ ছাড়েন তিনি। পরে জানা যায় অধিনায়কের বাহাতে লেগেছে ১৪টি সেলাই।

আর এই বিষয়টি নিশ্চিত করেন ঢাকার ম্যানেজার আহসানুল্লাহ হাসান।

অন্যদিকে এনামুক হক বিজয় সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান, মাশরাফির বাঁ হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলির মাঝে অনেকখানি কেটে গেছে, ‘ভাইয়ের হাতে ১০টার বেশি (১৪টি) সেলাই লেগেছে , অনেকখানি কেটে গেছে, এই টুর্নামেন্টে তার পক্ষে আর খেলা খুবই কঠিন।

এই বিভাগের অন্য খবর

Back to top button