খেলাধুলা

আইসিসির বর্ষসেরার অ্যাওয়ার্ড পেলেন যারা

সম্প্রতি আইসিসি প্রকাশ করেছে বিভিন্ন ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটারদের নাম ও বর্ষসেরা ও.ডি.আই ও টেস্ট দল।

বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স ও এশেজের জন্য এ পুরস্কার পান তিনি।

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)
বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার হয়েছেন রোহিত শর্মা (ভারত)
বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটার হয়েছেন মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া)
বর্ষসেরা টি-২০ পারফর্মার দীপক চাহার (ভারত)
স্পিরিট অব ক্রিকেট পুরস্কার পেয়েছেন ভিরাট কোহলি।

এছাড়াও বর্ষসেরা টেস্ট দলঃ মায়াঙ্খ আগরওয়াল (ভারত),টম ল্যাথাম (নিউজিল্যান্ড), মারনাস ল্যাবুশেন (অস্ট্রেলিয়া), ভিরাট কোহলি (ভারত), স্টিভ স্মিথ (অজি), বেন স্টোক্স (ইংল্যান্ড), বিজে ওয়াটলিং(নিউজিল্যান্ড), প্যাট কামিন্স(অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অজি), নেইল ওয়েগনার (নিউজিল্যান্ড), ও নাথান লায়ন (অস্ট্রেলিয়া)।

অন্যদিকে, বর্ষসেরা ওয়ান ডে দলে আছেনঃ রোহিত শর্মা,শাই হোপ,ভিরাট কোহলি,বাবর আজম,কেন উইলিয়ামসন,বেন স্টোক্স,জস বাটলার,মিচেল স্টার্ক,ট্রেন্ট বোল্ট, মোহাম্মাদ শামি ও কুলদীপ যাদব।

এই বিভাগের অন্য খবর

Back to top button