বগুড়ায় শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিলো ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’
গতরাত ১০:৩০ থেকে রাত ৩টা পর্যন্ত বগুড়া শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষদের কম্বল বিতরণ করলেন “ভলান্টিয়ার ফর বাংলাদেশ” সংগঠনের বগুড়া জেলার সেচ্ছাসেবীরা।
“ভলান্টিয়ার ফর বাংলাদেশ” সংগঠনের বগুড়া জেলার প্রেসিডেন্ট মোঃ হারেজ আল বাকী’র নেতৃত্বে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।
স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলে জানা যায়, এই গভীর রাত্রে শীতবস্ত্র বিতরণ করা হয় এই জন্য যে যারা আসল সুবিধাবঞ্চিত , অসহায় মানুষ তারা যেন শীতবস্ত্রগুলো পায় । কেননা দেখা যায় যে, যদি দিনে বা রাতের অগ্রভাগে যদি শীতবস্ত্র বিতরণ করা হয় তাহলে সত্যই যারা অসহায় সুবিধাবঞ্চিত তারা তাদের সুবিধাথেকে বঞ্চিতই রয়ে যায় । এজন্য রাতের মধ্যভাগ থেকে শেষভাগে এই শীতবস্ত্র বিতরণ ।

উক্ত কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ বগুড়া’র ভাইস প্রেসিডেন্ট আবু হাসান, ট্রেজারার সাগির আহমেদ, প্রজেক্ট অফিসার শাফী উদ্দীন, সাবেক জেনারেল সেক্রেটারি আহসান কবির।
এছাড়াও স্বেচ্ছ্বাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন আকরাম হোসেন, শহীদুজ্জামান শাহী, মাসুম আলী, তৌফিক হাসান, রবিউল ইসলামসহ আরো অনেকে।