আন্তর্জাতিক খবর
রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন মিখাইল মিশুস্টিন

রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কর পরিষেবা প্রধান মিখাইল মিশুস্টিনের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে তাকে মনোনীত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, রাজনৈতিকভাবে ‘অনভিজ্ঞ’ মিশুস্টিনকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন পুতিন।
মূলত প্রধানমন্ত্রী হিসেবে সিদ্ধান্ত গ্রহণের জন্য মিশুস্টিন যেন প্রেসিডেন্টের ওপর নির্ভরশীল থাকেন, সে জন্য তাকে বেছে নেওয়া হয়।এর আগে প্রেসিন্ডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে পদত্যাগ করে রুশ সরকার।
এরপর দ্রুতই প্রধানমন্ত্রী হিসাবে দিমিত্রি মেদভেদেভের প্রতিস্থাপন হিসেবে মিখাইল মিশুস্টিনের নাম ঘোষণা করা হয়।