খেলাধুলা

আজ সন্ধ্যায় বিপিএল এর ফাইনালে মুখোমুখি হচ্ছে রাজশাহী ও খুলনা

গত ১১ ডিসেম্বর যাত্রা শুরু হয়েছিল বঙ্গবন্ধু বিপিএলের। দীর্ঘ ৩৮ দিনের পথ হেঁটে আজ তার পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় টুর্নামেন্টের শেষ ম্যাচ অর্থাৎ ফাইনালে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস।

তার আগে কাল দুই ফাইনালিস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও আন্দ্রে রাসেল মিলে করলেন ট্রফি উন্মোচন। সাধারণত কোনো টুর্নামেন্টের শুরুতেই ট্রফি উন্মোচন করা হয়। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর অধিনায়কদের নিয়ে একটা বিশেষ পর্বে ট্রফি উন্মোচনের কাজটা সারা হয়। কিন্তু এবার তেমনটা হয়নি।

টুর্নামেন্টের শুরুতে অংশগ্রহণকারী ৭ দলের অধিনায়ককে নিয়ে বিশেষ পর্বটা করা হয়েছিল ঠিকই। কিন্তু সেই অনুষ্ঠানে ট্রফির উপস্থিতি ছিল না। ট্রফি উন্মোচনের ব্যাপারে বিসিবি জানিয়েছিল বিশেষ পরিকল্পনার কথা। সেই বিশেষ পরিকল্পনাটা হলো, ফাইনালের দুই দলের অধিনায়ককে দিয়ে ট্রফির ঘোমটা খোলা।

সেই পরিকল্পনা অনুযায়ীই কাল সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খুলনার অধিনায়ক মুশফিক ও রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল হাসিমুখে ট্রফির গায়ের লাল-ঘোমটা খুললেন। পর্দা তুলতেই হেসে উঠল সোনা রঙা চকচকে ট্রফিটি। যে ট্রফিটিতে বিশেষত্ব অনেক।

এবারের বিপিল ট্রফিটা আনা হয়েছে ইংল্যান্ড থেকে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরামর্শে বিসিবি ট্রফিটা তৈরির দায়িত্ব দিয়েছিল সেখানকার ‘ইংকারম্যান’ কোম্পানিকে। যারা ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি তৈরি করে থাকে। সুদূর ইংল্যান্ড থেকে আনা ট্রফিটি নকশার দিক দিয়ে কিছুটা ব্যতিক্রম। গায়ে সোনালি আভাসটা থাকলেও নকশায় সবচেয়ে বড় পরিবর্তন, ট্রফির নিচের কালো অংশটিতে মুজিব শতবর্ষের লোগো ছেপে দেওয়া হয়েছে।

বিশেষ নকশার সমন্বয়ে বিশেষভাবে তৈরি, স্বাভাবিকভাবেই ট্রফিটি তৈরিতে খরচ পড়েছে অনেকটা বেশি। ভ্যাট-ট্যাক্স ও আনার খরচ সহ ট্রফি তৈরির পেছনে মোট ব্যয় ২০ লাখ টাকা! বিসিবি সূত্রই খরচের অঙ্কের কথাটা জানিয়েছে।

চূড়ান্ত হাসিটা কে হাসবেন, মুশফিক নাকি আন্দ্রে রাসেল? শিরোপা জয়ের উদ্যাম নৃত্যে মাতবে খলনা নাকি রাজশাহী? এসব প্রশ্নেরই উত্তর মিলবে আজ রাতে। তার আগে দুই দলই আশাবাদী। মুশফিকও খুলনাকে শিরোপা জেতানোর স্বপ্নে বিভোর। ক্যারিবীয় দানব আন্দ্রে রাসেলও প্রচণ্ড আশাবাদী রাজশাহীকে শিরোপার আনন্দে ভাসাতে।

আজকের ফাইনালের আগে এবারের টুর্নামেন্টে মোট ৩ বার একে অন্যের মুখোমুখি হয়েছে খুলনা-রাজশাহী। দুবার গ্রুপপর্বে। একবার কোয়ালিফায়ারে। ৩ বারে মধ্যে দুবার জয়ী খুলনা। গ্রুপপর্বে প্রথম সাক্ষাতের পর খুলনা জিতেছে কোয়ালিফায়ারে। রাজশাহীর জয়টা গ্রুপপর্বের দ্বিতীয় সাক্ষাতে।

এই বিভাগের অন্য খবর

Back to top button