সাংসদ আব্দুল মান্নান এর মৃত্যুতে বগুড়া জেলা আওয়ামীলীগের শোক কর্মসূচি
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান বগুড়া(সারিয়াকান্দি-সোনাতলা) ১ আসনের পরপর ৩ বারের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান এর মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি গ্রহণ করেেছ বগুড়া জেলা আওয়ামীলীগ।
শোক কর্মসূচিতে থাকছে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, সাংগঠনিক পতাকা অর্ধনমিত, কালো ব্যাচ ধারন, দলীয় কার্যালয়ে কুরআন খতম,সুবিধামত সময়ে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা।
বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-রাজী জুয়েল এই কর্মসূচি নিশ্চিত করেন।
এছাড়া তিনি আরো বলেন, উক্ত কর্মসূচি বগুড়া জেলার অধীনস্থ সকল শাখা সমূহ ও সহযোগী সংগঠনকে পালন করার জন্য বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান আজ সকাল সোয়া ৮ টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৬ বছর।
তিনি বগুড়া-১ আসন থেকে নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে টানা তৃতীয় বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
প্রিয় নেতার আকস্মিক মৃত্যুতে পুরো জেলায় এবং রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, তার প্রথম নামাযে জানাজা সোমবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
সাংসদ আব্দুল মান্নানের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন
শনিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই সভাপতির অবদানের কথা স্মরণ করেন।
তিনি বলেন, তার মতো একজন রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠক ও একনিষ্ঠ কর্মীকে হারালো