সারিয়াকান্দি উপজেলাসোনাতলা উপজেলা

সাংসদ আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া লাইভ পরিবার শোকাহত

বাংলাদেশ ছাত্রলীগগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান বগুড়া (সারিয়াকান্দি-সোনাতলা) ১ আসনের পরপর ৩ বারের সংসদ সদস্য আব্দুল মান্নানের আকস্মিক মৃত্যুতে বগুড়া লাইভ পরিবার গভীর ভাবে শোকাহত।

আব্দুল মান্নানের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বগুড়া লাইভের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও বিজয় টেলিভিশনের বগুড়া বুর‍্যো প্রধান তানজিজুল ইসলাম স্বরন বলেন, কৃষিবিদ আব্দুল মান্নান ছিলেন সারিয়াকান্দি-সোনাতলার একজন নক্ষত্র। তিনি আওয়ামীলীগ পরিবারের গর্বিত সন্তান। বগুড়া জেলা আওয়ামীলীগ পরিবারে তার জায়গা অপুরণীয় ।

এছাড়া শোকপ্রকাশ করেন বগুড়া লাইভের সম্পাদক শাহ বিন তৌফিক,সহ সম্পাদক আকবর আহম্মেদ,বার্তা সম্পাদক আল ফারুক শাওন সহ বগুড়া লাইভের সকল সদস্যবৃন্দ।

এই বিভাগের অন্য খবর

Back to top button