সারিয়াকান্দি উপজেলাসোনাতলা উপজেলা

না ফেরার দেশে বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান

বগুড়া -১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি  আব্দুল মান্নান আজ শনিবার সকাল ৮:১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

প্রধানমন্ত্রীর সাথে আব্দুল মান্নান

জানা যায় সকাল ৮:১৫ মিনিটে তাঁর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় তাকে।পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ১১টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আব্দুল মান্নানের পৈতৃক বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকায়। তিনি ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে প্রথমবার নির্বাচিত হন। সংসদের এই মেয়াদেও তিনি সংসদ সদস্য হন।

এই বিভাগের অন্য খবর

Back to top button