কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
ক্যানসারে আক্রান্ত কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনপ্রিয় শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য রোববার দুপুরে সিঙ্গাপুর দূতাবাসকে এই সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন নিশ্চিত করেছেন।
শারীরিক নানা জটিলতার কারণে গত এক মাস তার কেমোথেরাপি বন্ধ ছিল। শনিবার থেকে পুনরায় তার কেমো শুরু হয়েছে।
চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি ধাপে ২৪টি কেমো দিতে হবে। ইতোমধ্যে ৪টি ধাপে তার ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে ২টি সাইকেলে ৭টি কোমো। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ জোগাতে এরই মধ্যে এন্ড্রু কিশোর বিক্রি করেছেন তার রাজশাহী শহরে কেনা ফ্ল্যাটটি।
প্রসঙ্গত, বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এন্ড্রু কিশোর। গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন তিনি।