এসএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
আজ রবিবার এসএসসি ও সমমান পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়েছে। সরস্বতী পূজার কারণে আগামী ৩০ জানুয়ারির পরিবর্তে ১ জানুয়ারি ঢাকার দুই সিটির ভোটের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ফলে এসএসসি ও সমমানের পরীক্ষাও দু’দিন পেছানোর সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ১ ফেব্রুয়ারির পরিবর্তে এখন এই পরীক্ষা শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি।
শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানান, কারও ধর্মীয় অনুভূতিতে যাতে ব্যাঘাত না আসে, সেটা বিবেচনা করে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন। শিক্ষামন্ত্রী পরীক্ষা পেছানোর প্রস্তুতি নিয়ে সিইসিকে জানান, ১ তারিখের পরীক্ষা তারা পেছাবে। শিক্ষামন্ত্রী আরো বলেন, দুই দিনের পরীক্ষা নয়, পুরো পরীক্ষাই পিছিয়ে যাবে।
এর আগে সরস্বতী পূজার দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন না করার দাবির মুখে শনিবার বিকেলে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। পরে রাত ৮টার দিকে এ সিদ্ধান্তের কথা জানায় কমিশন। এদিকে কমিশনের বৈঠকের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা দুই দিন পেছানোর ঘোষণা দেয়া হয়।
সংশোধিত এসএসসি পরীক্ষার রুটিন ডাউনলোড করুন 👉 https://bangla.allresultbd.com/ssc-routine/