বগুড়া সদর উপজেলা

বগুড়ার রহমাননগরে ৭০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আজ রবিবার সকালে কাউন্সিলর আরিফের উদ্যোগে বগুড়া শহরের রহমান নগর কাজী খানা মোড় ১০ নং ওয়ার্ড কার্যালয়ের সামনে প্রতি বছরের ন্যায় এবারেও বিভিন্ন এলাকার প্রায় ৭ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কাউন্সিলর আরিফুল ইসলামের আরিফের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া গাবতলী উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন।

শীতবস্ত্র বিতরণ পূর্বে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা থাকতে বাংলাদেশের কোন মানুষ শীতে কষ্ট পাবে না। এছাড়াও সরকারের পাশাপাশি সমাজের সকল বিত্তবান লোকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

অনুষ্ঠান শেষে বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য কৃষিবিদ মরহুম আব্দুল মান্নান এর জন্য দোয়া করা হয়।

এসময় অনুষ্ঠানে অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন মুকুল, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল জব্বার লয়া, সাধারণ সম্পাদক সাইদুর রহমান মার্কনী, ১০ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশ ফোরাম এর সাধারণ সম্পাদক আসাদুর হক কাজল, রহমান নগর শাহী মসজিদের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, যুব মহিলা লীগ নেত্রী বিলাসী রানী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল ঘোষ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ দিপু, রেজাউল ইসলাম, আজিজুল শেখ,মাহবুব আলম লেমন,ইসমাইল হোসেন স্বাধীন,মাসুদ আহম্মেদ,হাসান,কনক,রায়হান, পিন্টু, উত্তম কুমার,সৌরভ প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button