জাতীয়

যথাযথ মর্যাদায় এমপি আব্দুল মান্নানের দাফন সম্পন্ন

আজ সোমবার বগুড়া-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের দাফন সম্পন্ন করা হয়েছে।

সোমবার বিকালে তার জন্মভূমি সারিয়াকান্দি উপজেলা সদরের বালুয়া এলাকার মডেল মসজিদের পাশে পারীবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। এসময় সেখানে লাখো মানুষের উপস্থিতিতে তার দাফন সমপন্ন হয়। এর আগে সোনাতলা ও পরে সারিয়াকান্দি কলেজ মাঠে তার দুটি পৃথক জানাজা নামাজ অনুষ্ঠিত হয় ।

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বগুড়ার সোনাতলা উপজেলার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তার লাশ আনা বগুড়ায় আনা হয়। পরে দুপুর ২টায় সোনাতলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তার জানাযা অনুষ্ঠিত হয়।

এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে পুলিশে একটি চৌকস দল। পরে সেখানে তার ২য় নামাজে জানাযা অনুষ্ঠিত হয় । এসময় তার জানাযায় অংশগ্রহন করেন বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন । আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজ নৈতিক দল ও সংগঠনের পক্ষে থেকে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথম নামাজে জানাযা সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় আব্দুল মান্নানের জীবনী পাঠ করেন সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

উল্লেখ্য,আব্দুল মান্নান হৃদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button