বগুড়া সদর উপজেলা

বগুড়ায় সুবিল উচ্চ বিদ্যালয়ের মূলফটকে শেখ রাসেল শিশু উদ্যান

বগুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ ২০২০’ উপলক্ষে সুবিল উচ্চ বিদ্যালয় সংলগ্ন “শেখ রাসেল শিশু উদ্যান” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

আজ (২৩ জানুয়ারি) সকালে দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু উদ্যানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

সুবিল উচ্চ বিদ্যালয়ের মূলফটকে
শেখ রাসেল শিশু উদ্যান

সুবিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-রাযী জুয়েল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডঃ মকবুল হোসেন।


এছাড়া অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সুবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান রয়েল, সহকারী প্রধান শিক্ষক মুন্নুজান বেগম, সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিফা বেগম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজমিলুর রহমান স্বাধীন, নওশাদুর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী সহ আরো অনেকে।


অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সকলকে এক হয়ে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে সকলকে শপথ নিতে হবে। দেশের প্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন সাধিত হচ্ছে। দেশের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে বর্তমান সরকার।


বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আল রাজী জুয়েল জানান, আগামী ১৭ মার্চের মধ্যে দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু উদ্যানের কাজ সমাপ্ত করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনা উদ্বোধনের পরে স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button