বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে বগুড়ায় আনন্দ মিছিল

বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য মন্ত্রীপরিষদে নীতিগত অনুমোদন দেয়ায় বগুড়া জেলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করা হয়।
আজ দুপুরে মন্ত্রীসভায় অনুমোদন দেয়ার পরপরই বেলা ২টায় বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ প্রদক্ষিন করে।
উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন,বগুড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টি.জামান নিকেতা,যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম মোহন,যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান দুলু সহ আরো অনেক নেতাকর্মী বৃন্দ।
উল্লেখ্য,বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন- ২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব বলেন, বগুড়ায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০২০ এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিশ্ববিদ্যালয়টি হবে বগুড়া জেলায়।