বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা ফেব্রুয়ারীর ১২ তারিখে

মাছের মেলা! নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে বড় বড় মাছের কাল্পনিক সব সংগ্রহ। এ কল্পনাকে বাস্তবে নিয়ে আসে প্রতি বছরের শীতের শেষে অনুষ্ঠিত বগুড়ার পোড়াদহের ঐতিহ্যবাহী মাছের মেলা। এ যেন কেবল একটি মেলা নয় বরং তার চেয়েও বেশী কিছু।
নামে মাছের মেলা হলেও কী নেই এতে! বড় বড় আর লোভনীয় মাছের বিশাল সংগ্রহ, প্রদর্শনী আর বিকিকিনি, সংসারের যাবতীয় প্রয়োজনীয় উপকরণ, বিনোদনের জন্য সার্কাস, নাগরদোলা, পালাগান ইত্যাদি। কিন্ত এ সবকিছু ছাপিয়ে যায় যখন এ মেলা লক্ষ মানুষের মিলনমেলায় পরিণত হয়।
বগুড়া জেলার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের অন্তর্গত প্রায় ২০০ বছরের এতিহ্যবাহী পোড়াদহ মেলা আগামী ১২/০২/২০২০ ইং তারিখ রোজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
গত মঙ্গলবার গাবতলী উপজেলার নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মোছা: রওনক জাহান এর একটি লিখিত বিজ্ঞপ্তিতে এই তারিখ ঘোষণা করেন। উক্ত মেলার ঐতিহ্যরক্ষার্থে মহিষাবান ইউনিয়নের পাশ্ববর্তী এলাকা দূগার্হাটা, সুবাদ বাজার ও দাঁড়াইল বাজার এলাকায় অবৈধভাবে মেলা না বসার অনুরোধ করেন তিনি।