খেলাধুলা

স্ট্রাইক রেটে বিশ্বের সবাইকে ছাপিয়ে বগুড়ার তানজিদ হাসান তামিম

দক্ষিণ আফ্রিকায় চলছে আইসিসি যুবা বিশ্বকাপের ত্রয়োদশ আসর। গ্রুপ পর্বের ম্যাচগুলো ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারাও, আজ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।

কাগজে কলমে অত্যন্ত ভাল দল নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছে টাইগার যুবারা। দলে আছে দারুন কয়েকজন ব্যাটসম্যান বিশেষ করে ওপেনার তানজিদ হাসান তামিম, পারভেজ হোসাইন ইমন, মাহমুদুল হাসান জয় এবং তৌহিদ হৃদয়।

এর ভিতরে তানজিদ হাসান তামিম এমন একজন ব্যাটসম্যান যিনি তার অনূর্ধ্ব-১৯ (একদিনের ম্যাচ) ক্যারিয়ারে ১০০+ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এই সময়ে যারা খেলছেন তাদের ভিতরে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট তানজিদ হাসানের। ৫০ ওভারের ক্রিকেটে তার স্ট্রাইক রেট ১০৫.২৭। তানজিদের পরে ১০০+ স্ট্রাইক রেট আছে কেবলমাত্র দক্ষিণ আফ্রিকার ব্রাইচ পারসন্স এর, তার স্ট্রাইক রেট ১০১.৩৩।

এই বিভাগের অন্য খবর

Back to top button