ধুনট উপজেলা

ধুনট থানা প্রশাসনের হস্তক্ষেপে মেলার নামে অশ্লীল নাচ বন্ধ

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামে পুলিশের হস্তক্ষেপে মেলার নামে অশ্লীল নাচ বন্ধ করেছে ধুনট থানা পুলিশ।

আজ রাত ১২টায় ধুনট থানা পুলিশের এস আই আল ইমরানের নেতৃত্বে পুলিশের এক দল এসে মেলা বন্ধ করে দেয়।

এর আগে তিন দিন ব্যাপী বাৎসরিক গ্রাম্য মেলায় চলছিল যাত্রা নামে অশ্লীল নাচ। সাধারণ মানুষের ধারণা ছিল নিশ্চুপ প্রশাশন।তবে সবার ধারনা পাল্টিয়ে দিয়ে অতর্কিত ভাবে এসে পুলিশ মেলা বন্ধ করে দেয়।

মেলা কমিটি জানায় তারা থানা ম্যানেজ করেই চালাচ্ছে তার এসব কর্মকান্ড। মেলার আনাচে কানাচে বসেছিল অসংখ্য জুয়ার জমজমাট আসর। মেলা বন্ধ হওয়ার এলাকা বাসীর ভিতরে খুশির আমেজ কাজ করছে সেই সাথে পুলিশের উপর মানুষের আস্থা ফিরে পেয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button