গৌরবের ৪০ বছর অতিক্রম করলো মাটিডালি ক্রীড়া চক্র

বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে মাটিডালি ক্রীড়া চক্রের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সামাজিক কর্মকান্ড, গরীব অসহায় মানুষেকে সাহায্য ও খেলাধুলা নিয়ে গড়ে ওঠা মাটিডালি ক্রীড়া চক্রের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রাত ৯টায় মাটিডালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাহবুব হামিদ তারার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভূঞা বিপিএম বার। সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম মিতু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব রাগেবুল আহসান রিপু, বগুড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, মিজানুর রহমান হীরা,সদর থানার অফিসার ইনচার্জ এস,এম বদিউজ্জামান,আবু তাহের আকন্দ, জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলী আশরাফ ভূঞা (বিপিএম) মাটিডালি ক্রীড়া চক্র ক্লাবের উন্নতি কামনা করেন এবং সন্তানেরা স্কুল কোচিং এর নাম করে কোথায় যায়, কারসঙ্গে চলাফেরা করে এসব বিষয়ে নজর রাখার জন্য অভিভাবকদের অনুরোধ করেন।
এর আগে সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া সদর উপজেলা থেকে র্যালী বের হয়ে শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে। সে সময় সন্মানিত অতিথি মুশফিকুর রহিম মিতু সাইকেল যোগে তাদের সাথে উপস্থিত ছিলেন।