ভাষার মাসে বিশেষ প্রতিবেদনঃ বই আলোচনা – হিমেল আহমেদ
প্রকৃতি ও পরিবেশের মাঝেই আমাদের বসবাস। এই পৃথিবী নামক গ্রহে জীবন ধারণের উপাদান ক্রমেই ফুরিয়ে আসছে! যতই দিন যাচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে কিন্তু বাড়ছে না এই ভূখণ্ডের আয়তন। আমাদের বেঁচে থাকার অপরিহার্য উপাদান অক্সিজেন আমরা পাই প্রকৃতি থেকে। যদি এই প্রকৃতি অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয় তাহলে সমগ্র প্রাণীকুলের কী হবে ভাবা যায় ? অসহনীয় দূষণ ও অতিরিক্ত কার্বন নির্গমনের কারণে ক্রমাগত এই গ্রহ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে! আর বোবা দর্শকের মত আমরা এই ধ্বংসলীলা দেখছি। তরুণ লেখক, কলামিস্ট ও পরিবেশকর্মী সাধন সরকার তার দুটি বইতে প্রাকৃতিক পরিবেশ ও তার বিভিন্ন উপাদানের খুব সুন্দর ও সহজ ব্যাখ্যা উপস্থাপন করেছেন। কীভাবে আমরাই ধীরে ধীরে গলা টিপে হত্যা করছি এই শহর, এই দেশ, এই পৃথিবীর সুস্থ পরিবেশ! এই পরিবেশ ও প্রকৃতি নিয়ে কম আন্দোলন হয়নি! লেখক সাধন সরকার তার কলমের কালি কখনো ফুরাইতে দেন নি! বার বার বিভিন্ন পত্রপত্রিকায় কলাম লিখেছেন দূষণ, জলবায়ু ও প্রাকৃতিক পরিবেশের উপাদানের ক্ষয় নিয়ে। তার লেখা দুটি বই হলো যথাক্রমে: ১. ‘‘নগর পরিবেশের বিচিত্র প্রসঙ্গ” ২. ‘‘প্রকৃতি ও পরিবেশ প্রসঙ্গ”। পাঠক এই বই দুটি পড়লে জানতে পারবেন বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের সম্ভাবনা ও ভারসাম্য হারানোর কথা। কতটা নির্মমভাবে আমরা নষ্ট করছি প্রাণপ্রিয় এই স্বদেশের প্রকৃতি। সুজলা-সুফলা এই বাংলাদেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। এই দেশকে বাঁচাতে হবে আমাদেরই। এখনো সময় আছে সচেতন হওয়ার। উক্ত বই দুইটিতে লেখক বিভিন্ন পত্রপত্রিকায় তার প্রকাশিত গুরুত্বপূর্ণ লেখাসহ সমসাময়িক আরও কিছু বিষয়াদি সুন্দরভাবে তুলে ধরেছেন। লেখক সাধন সরকার সর্বদায় নিজেকে নিয়োজিত রেখেছেন মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি ও দেশের প্রাকৃতিক পরিবেশ তথা বনাঞ্চল, নদ-নদী, খাল-বিল, সমুদ্র, পাহাড় রক্ষা প্রচেষ্টায়।
বাংলাদেশের আয়তন অনুযায়ী জনসংখ্যা বেশি। এই জনসংখ্যার কারণেই বাংলাদেশের সামগ্রিক পরিবেশ বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। দৈনন্দিন বিভিন্ন দূষণের কারণে সামগ্রিক পরিবেশ জীবন ধারণের অপরিহার্য উপাদান হারাচ্ছে। আমাদের অসচেতনতা ও দেশপ্রেমের অভাববোধই দেশকে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে ধাবিত করছে, যেদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই বললেই চলে। প্রতিদিন বিভিন্ন ধরনের দূষনের কারণে দূষিত হয়ে উঠছে বাতাস, পানি ও প্রাকৃতিক পরিবেশ। লেখক তার বই দুইটিতে প্রধান এই সমস্যাবলী নিয়ে আলোচনা করেছেন। দেখিয়েছেন প্রতিরোধের পথ। লেখক একইসাথে একজন শিক্ষক ও পরিবেশকর্মী। আমাদের প্রত্যেকের উক্ত বই দুইটি পড়া উচিত। আধুনিক এই যুগে এসে আমরা আমাদের চারপাশ যেভাবে দূষিত করছি, আমাদের বিভিন্ন কর্মকাণ্ড জলবায়ু দুর্যোগকে যেভাবে স্বাগত জানাচ্ছি তাতে ভবিষ্যৎ প্রজন্ম বসবাসের যোগ্য একটি ভূখ- পাবে কিনা তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে! তাই আমাদের মাতৃভূমিকে বাঁচাতে হলে আমাদের আরো অনেক সচেতন হতে হবে। আশা রাখছি, লেখক সাধন সরকারের পরিবেশ বিষয়ক বই দুইটি আমাদের সবাইকে সচেতন হওয়ার অনুপ্রেরণায় অনুপ্রাণিত করবে। বই দুটি প্রকাশ করেছে ‘বইপত্র প্রকাশন। বর্তমানে সর্বত্র বই দুইটি পাওয়া যাচ্ছে। ‘রকমারি ডট.কমে’ও বই দুটি অর্ডার দিয়ে পাওয়া যাবে।
তথ্য:
বইয়ের নাম: নগর পরিবেশের বিচিত্র প্রসঙ্গ, বইয়ের নাম: প্রকৃতি ও পরিবেশ প্রসঙ্গ (প্রকাশকাল: ২০২০)
লেখক : সাধন সরকার
প্রকাশনী : বইপত্র প্রকাশন (বাংলাবাজার, ঢাকা)
বইয়ের মূল্য : ১৯৫ টাকা(নগর পরিবেশের বিচিত্র প্রসঙ্গ), ২৩৪ টাকা (প্রকৃতি ও পরিবেশ প্রসঙ্গ)
লেখক : হিমেল আহমেদ,
প্রাবন্ধিক, বগুড়া।