খেলাধুলা

আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০ আসরের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

রবিবার দিনভরই বৃষ্টি হতে পারে ফাইনালের ভেন্যুতে, আছে ঝড়ো হাওয়ার সম্ভাবনাও।

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০ আসরের ফাইনালে রবিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। যুবাদের এই বিশ্ব আসরে প্রথমবারের মত ফাইনাল খেলবে টাইগাররা, যা দেশের ‍ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপ ফাইনাল। তাই ম্যাচটিকে ঘিরে বাড়তি উন্মাদনা ক্রিকেট অঙ্গনে। তবে এই উন্মাদনায় জল ঢেলে দিতে পারে প্রকৃতি এবং তা আক্ষরিক অর্থেই।

ফাইনাল ম্যাচের আগে পচেস্ট্রুমে হানা দিয়েছে ‍তুমুল বৃষ্টি। ফলে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আবহাওয়া বার্তা অনুসারে আগামী দু’দিনেও বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। ফলে আসরের চ্যাম্পিয়ন নির্বাচনে আইসিসি ভিন্নধর্মী সিদ্ধান্ত গ্রহণ করবে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, পচেস্ট্রুমে বৃষ্টিপাতের পরিমাণ কমার সম্ভাবনা নেই। ম্যাচের দিন অর্থাৎ রবিবার দিনভরই বৃষ্টি হতে পারে ফাইনালের ভেন্যুতে, আছে ঝড়ো হাওয়ার সম্ভাবনাও। এমন পরিবেশ ক্রিকেট ম্যাচ চলার অনুপযোগী।

সেক্ষেত্রে ফাইনালে চোখ রাখার অপেক্ষায় যেসব দর্শকরা, তাদের হতাশ হওয়ার আশঙ্কতা রয়েছে। অবশ্য ফাইনাল ম্যাচে আছে রিজার্ভ ডে। রবিবার (০৯ ফেব্রুয়ারি) বর মাঠে না গড়ালে বা ম্যাচের ফল বেরিয়ে না এলে সোমবার (১০ ফেব্রুয়ারি) রিজার্ভ ডে’তে খেলা অনুষ্ঠিত হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button