বগুড়া সদর উপজেলাশিক্ষাশিক্ষা প্রতিষ্ঠান

কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবেনা: র‍্যাব মহাপরিচালক

বগুড়ায় র‍্যাবের আয়োজনে শিক্ষার্থীদের মাদকবিরোধী সাইকেল র‍্যালী

১৯৭১ সালের অনেক পশ্চিমা বাঘা বাঘা অর্থনীতিবীদ এর মুখে চুনকালী মেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। বাংলাদেশ আজকে পৃথিবীর অন্যতম উন্নয়নশীল দেশ।

আজ সকালে বগুড়া আজিজুল হক কলেজ মাঠে র‍্যাব-১২ আয়োজিত মাদকবিরোধী সাইকেল র‌্যালি উদ্বোধনকালে র‍্যাবের মহা-পরিচালক বেনজির আহম্মেদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কোন স্থান নেই। পোকামাকড়ের মত তাদেরকে খুঁজে বের করে দেশ থেকে নিশ্চিহ্ন করা হবে ।

সাইকেল র‌্যালিতে বগুড়া শহরের ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫’শ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। র‌্যালিটি বগুড়া আজিজুল হক কলেজের পুরাতন ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে সেন্ট্রাল স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

ছবিঃ সজল শেখ

সাইকেল র‌্যালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাজাহান আলী, পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি একেএম হাফিজ আকতার, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহামেদ, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা সহ আরো অনেকে।

ছবিঃ সজল শেখ

পরে র‍্যাবের মহা পরিচালক দুপুরে আড়াইটার দিকে বগুড়া পুলিশ লাইন্স মাঠে জঙ্গীবাদ,সন্ত্রাস এবং মাদকবিরোধী আলেম-ওলামা সমাবেশে উপস্থিত হন। সমাবেশের শুরুতে সেখানে তিনি মুজিববর্ষ উপলক্ষে বগুড়া জেলা পুলিশের আয়োজনে মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button